
আনুষ্ঠানিক উদ্বোধনের পর পথচলা শুরু “স্বস্তিক নিউজ” সংবাদমাধ্যমের
সংবাদদাতা: কলকাতা:- অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে ইতিমধ্যেই সরস্বতী পূজার সকালে হিন্দুমহাসভার মুখপত্র “স্বস্তিক নিউজ” সংবাদ মাধ্যমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে । এবার আজ থেকে এই সংবাদমাধ্যমের প্রথম সংখ্যাও প্রকাশিত হলো । ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দুমহাসভার কর্মসূচি বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি মূলত সনাতনী জাতীয়তাবাদী সংগঠনগুলোর খবর মানুষের কাছে পৌঁছে দিতে আগ্রহী “স্বস্তিক নিউজ” । তবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, ঐতিহাসিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, গ্ল্যামার ওয়ার্ল্ড, ক্রীড়া, বিনোদনসহ সমাজের ভালো খারাপ সমস্ত রকম খবর মানুষের কাছে পৌঁছে দিতেই নিরপেক্ষ সংবাদমাধ্যম হিসেবে কাজ করবে “স্বস্তিক নিউজ” বলে জানিয়েছেন সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । তিনি আরও বলেন প্রিন্ট মিডিয়া এবং ডিজিট্যাল মিডিয়া এই দুই মাধ্যমেই কাজ শুরু করলো “স্বস্তিক নিউজ” । ইতিমধ্যেই হিন্দুমহাসভা এবং স্বস্তিক নিউজের পক্ষ থেকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবাদ মাধ্যমের মুখ্য উপদেষ্টা হওয়ার জন্য আবেদন করা হয়েছে । শুধু তাই নয় চিঠি লিখে কলকাতা প্রেস ক্লাব, আর.এস.এস এর পূর্ব ভারতের হেড অফিস কেশব ভবন এবং লালবাজার পুলিশ আধিকারিক জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছেও শুভেচ্ছা ও সমস্ত রকম সহযোগিতা প্রাপ্তির আশ্বাস গ্রহণ করা হয়েছে । হিন্দুমহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডলের বক্তব্য যে সমস্ত গ্রাউন্ড রিপোর্টার ও চিত্র সাংবাদিক বিভিন্ন স্থানে গিয়ে ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করবেন তাদের নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে সমস্ত রকম প্রশাসনিক প্রোটোকল পালন করেছেন চন্দ্রচূড় বাবু এবং এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ । হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন শুনতে খারাপ লাগলেও বর্তমানে সংবাদ মাধ্যম গুলোর প্রভুভক্তি প্রদর্শনের সময় চলছে । আগে সংবাদ মাধ্যমে খবর দেখে কোথাও কোন ঘটনার সত্যতা যাচাই করা হতো । কিন্তু এখন কোন খবর দেখে ওই স্থানে গিয়ে সংবাদের সত্যতা যাচাই করতে হয় । কারণ যে সংবাদ মাধ্যম খবর পরিবেশন করছে তারা কোন রাজনৈতিক বা সামাজিক সংগঠন দ্বারা প্রভাবিত হয়ে কোন রঙের চশমা পরে খবর সরবরাহ করছে সেটাই এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে । এই রকম সময়ে “স্বস্তিক নিউজ” সনাতনী জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে ভারতের একশ চল্লিশ কোটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হয়ে এবং সমাজ গঠনের আসল রূপকার বুভুক্ষু মেহনতি মানুষদের হয়ে আওয়াজ তোলার সিদ্ধান্ত নিয়েছে।
