
কুলটি ট্রাফিক গার্ডের তৎপরতায় চুরির মোটর বাইক উদ্ধার, গ্রেপ্তার চোর
কৌশিক মুখার্জী: সালানপুর:-
সালানপুরের জেমারি মোড়ে চুরির ঘটনায় দ্রুত ও দক্ষ পদক্ষেপের মাধ্যমে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ চুরি যাওয়া একটি মোটরবাইক উদ্ধার করেছে এবং অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সালানপুর থানার এথোড়া মোড়ে একটি মোটরবাইক চুরির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বাইকের মালিক তৎক্ষণাৎ কুলটি ট্রাফিক গার্ডে অভিযোগ দায়ের করেন।অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়।এর সঙ্গে চোরকেও হাতেনাতে ধরে ফেলে পুলিশ।ধৃত চোর ও উদ্ধারকৃত মোটরবাইকটি সালানপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পুলিশের এই দ্রুত প্রতিক্রিয়া ও কার্যকরী পদক্ষেপ এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তার ভাব জাগিয়েছে। কুলটি ট্রাফিক গার্ডের এই সাফল্য আইনশৃঙ্খলা রক্ষায় এক উল্লেখ যোগ্য নজির স্থাপন করেছে। সালানপুর থানার পুলিশ জানিয়েছে,তদন্তের পরবর্তী ধাপে চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনা এলাকায় পুলিশের সতর্কতা ও দায়িত্ব শীলতার প্রতিফলন ঘটিয়েছে।