ভার্চুয়াল জগত

অদিতি চক্রবর্তী (কলকাতা)

চোখের আষাঢ় কেউ দেখেনা
ভার্চুয়ালি রোজ হাসি
মিহিন সুরের গুঞ্জরনে
লাভ চিহ্নে ভালোবাসি।

নাছোড়বান্দা বন্ধু কিছু
অকারণেই দেয় সাড়া
অভিমানে আছেন যে-জন
তাকেই পাঠাই আশকারা।

পকেট নিয়ে হাঁটেন যারা
বেপরোয়া পথঘাটে
তাদের জন্য খিল এঁটেছি
আমার একার রাজপাটে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )