তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হলো মেমারিতে

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হলো মেমারিতে

আনোয়ার আলি আনসারী, মেমারি, পূর্ব বর্ধমান -: প্রয়োজনের তুলনায় জেলার বুকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সংখ্যা কম হওয়ার জন্য জেলার ব্লাড ব্যাংকগুলিতে দেখা দেয় রক্তের সংকট। এরফলে চরম সমস্যায় পড়ে যায় থ্যালাসেমিয়া সহ দুর্ঘটনায় আহত মুমূর্ষু রুগীর পরিবারের সদস্যরা। রক্তের জন্য তারা হন্যে হয়ে ছুটে বেড়ায়। সেই সমস্যা দূর করতে এগিয়ে আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ রাজনৈতিক দলগুলো। তাদের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। মেমারি নুদীপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় আফিস প্রাঙ্গণে এরকমই একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবির থেকে ৫০ ইউনিট রক্ত সংগৃহীত হয়। পরিবেশ সচেতনতা বাড়াতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেমারি- ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। উপস্থিত ছিলেন মেমারি-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ, সদস্য ও বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান ও অঞ্চলের যুব সভাপতি ও নেতা কর্মীরা। মেমারি-১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহম্মদ শাহজাহান বলেন, ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে কোলকাতায় শহীদ দিবস পালিত হবে। সেই বার্তার পাশাপাশি বর্তমান যুব সম্প্রদায়ের মধ্যে যাতে সমাজ গঠনের ভাবনা জাগ্রত হয় সেটাকে সামনে রেখে এই কর্মসূচীর মাধ্যমে রক্ত সংকট দূরীকরণের চেষ্টা করা হলো।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )