অবুঝ দুঃখ

সঙ্গীতা মুখার্জী মণ্ডল (খাঁটপুকুর, পশ্চিম বর্ধমান)

মেলামেশা বন্ধ হলেও যোগাযোগ টুকু থাক
ধুলোর মতো মিশে যাক বোঝাপড়া
হারিয়ে যাক হিসেবের খাতা, অভিযোগের জানালা গুলো এবার বন্ধ হোক,
অভিমান কোনো হাতিয়ার নয় কেবল ক্ষয়ে যাওয়া রক্ত বিন্দু
ভালো থাকার ইতিহাস গুলো কম কবিতা হয়;
দুঃখের দৈর্ঘ্য প্রস্থের হিসেব কে কবে করেছে!
প্রাচীন কাল থেকে শুধু দুঃখকে বরণ করেছে সানন্দে মানুষ জাতি
কোথাও প্রেমিক প্রেমিকা , স্বামী স্ত্রী, মা বাবা ইত্যাদি ইত্যাদি ।

জাত ধর্ম নির্বিশেষে দুঃখ যন্ত্রণার অনুভূতি কে ঈশ্বর এক ভাবে দিয়েছে সকলকে
সেখানে কম বেশি নেই, ভেদাভেদ নেই ,
বয়েস হলে যেভাবে গালের নিচে দাগ পড়ে
সেই ভাবেই যন্ত্রণাও তোমার স্মৃতির অকৃত্রিম অদৃশ্য দাগ রেখে যায়,,,
আমরা ভুলতে চাই দুঃখ , আনন্দের পরিধিকে বৃত্তাকারে মসৃণ আকারে যন্ত্রণার ওষুধ বানিয়ে ফেলি,
খুব সহজে রাতের ঘুম উড়ে যায়, ঘুমের ওষুধ খেলেও যখন অনিয়ন্ত্রিত
তখন অন্ধকারকেই ভালোবেসে ফেলি।
এই তো কেমন হজম করে ফেলি দুঃখ, চোখ বন্ধ করলে নোনা জলে ভিজে যায় সবটা
আবছা হতে হতে একদিন মুছে যায়
মুছে গেলে বুঝি দুঃখ ছুঁতে ভয় পায়,
অবুঝ দুঃখ তখন হাঁটুর নিচে পায়ের তলায় পিষে গেছে অজান্তেই,,,,,,।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )