
বিজপুর মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়আহত এক ব্যক্তি
সংবাদদাতা: জামুড়িয়া:- শনিবার দুপুর প্রায় ৩টা নাগাদ জামুড়িয়ার বিজপুর মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি হাইভা গাড়ি পেছন থেকে ধাক্কা মারে ধর্মেন্দ্র যাদব নামক এক ব্যক্তিকে, যিনি জামুড়িয়া ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। ধাক্কাটি এতটাই জোরালো ছিল যে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তৎপর হয়ে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ধর্মেন্দ্র যাদব রানিগঞ্জের কদমডাঙ্গার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঘাতক গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, এই মোড়ে যানবাহনের গতি অতিরিক্ত এবং ট্রাফিক পুলিশের নজরদারি প্রায় নেই বললেই চলে। ফলে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ফের একবার রাস্তায় নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রশাসনের তৎপরতা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, অবিলম্বে বিজপুর মোড়ে স্পিড ব্রেকার বসানো হোক এবং নিয়মিত ট্রাফিক নজরদারি চালু করা হোক।