তোমারে বাঁধিতে…
অনন্যা চক্রবর্তী (কলকাতা)

আজই নিশীথে কার পদধ্বনি
সহসা বাজিল বক্ষে,
চমকিয়া দেখি তরুবীথি তলে
অভিসার মাগি প্রিয় সমক্ষে,
চতুর নয়ানে বাঁকা হাসি তার
নীরব অশ্রু চক্ষে।
চকিতে চকর লজ্জা আলাপন
তোমারে সুন্দর হেরিয়া,
রাঙিল ওষ্ঠ পরশ হরষে
তিমির যামিনী মিলায়ে,
কোথা হতে তুমি আসিলা আপনি,
দাঁড়ায়ে দখিন দুয়ারে,
মাগিছ যে ধন, উষার আলোকে
ভাসানে যাবে যে ফুরায়ে।
মৃদুর মদিরে সুধা অগোচরে
কেমনে পশিল পরাণে,
নীবী বন্ধনে প্রাণসখা কারে
জড়ালে তাম্বুল নেশাতে !!
বারেক দেখ চাহি তোমার প্রেয়সী,
কাঙ্খিত রজনী জাগিয়া,
তোমার মূরতি সাজায়েছে ধীরে
মন্দিরে প্রদীপ জ্বালিয়া।
ঘোর তমশায় কোকিল কুহরী
উঠিয়ে কানন পুঞ্জে,
অঙ্গনে ধায় চৈত্র শঙ্খচিল
তোমারে বাঁধিতে কুঞ্জে।
CATEGORIES কবিতা