পরিস্কার পাণীয় জল ১০/১৫ দিন পর পাবে শিল্পাঞ্চলবাসী

পরিস্কার পাণীয় জল ১০/১৫ দিন পর পাবে শিল্পাঞ্চলবাসী

সংবাদদাতা: আসানসোল:- দামোদর নদীর উপর পিএইচঈ র জলের পাইপ লাইন ভেঙে যাবার পর থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পাণীয় জলের অসুবিধা হচ্ছে এবং সাথে বিভিন্ন জায়গায় ময়লা জল সরবরাহ করা হচ্ছে, আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এম ই ডি ও আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ারদের নিয়ে বুধবার মেয়রের দপ্তরে এক বৈঠক হয়। বৈঠকের পর মেয়র বিধান উপাধ্যায় জানান পরিস্কার পাণীয় জলের সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে আশাবাদী আগামী দশ থেকে পনেরো দিন পর শিল্পাঞ্চলের বাসিন্দারা পরিস্কার পাণীয় জল পাবে তাছাড়া বিভিন্ন জায়গায় পাইপ লাইনের সমস্যাও তাড়াতাড়ি সমাধান করা হবে। মেয়র পরিষদের সদস্য জানান পূজোর আগে পাণীয় জলের সমস্যার সমাধান করা হবে। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান পাণীয় জলের সমস্যা নিয়ে ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করা হয়েছে খুব তাড়াতাড়ি পরিস্কার পাণীয় জল সরবরাহ করা হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )