
বিহারী পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শেষ সোমবারে শ্রদ্ধালুদের ভীড় বিহারীনাথ মন্দিরে
সংবাদদাতা: বাঁকুড়া:- বিহারী পঞ্জিকা মতে শ্রাবণ মাসের শেষ সোমবারে বিহারীনাথ মন্দিরে শ্রদ্ধালুদের প্রচন্ড ভীড় দেখা যায়। মন্দির কমিটির বিকাশ সিং জানান মন্দিরে প্রত্যেক সোমবার ভীড় হয় আজ শেষ সোমবার হবার কারণে ভক্তরা দামোদর নদীর থেকে জল এনে ভগবান শিবের মাথায় জল অর্পণ করছে। মন্দির কমিটি থেকে সরবতের ব্যাবস্থা করা হয়েছে তাছাড়া সন্ধ্যায় খিচুরি ভোগ এবং জাগরণের ব্যাবস্থা করা হয়েছে। কমিটির সদস্যরা ভক্তদের কোন অসুবিধার সম্মুখীন না হয় তা নজরে রাখছে।

CATEGORIES জেলার আপডেট