“নিশিপদ্ম”
রাকা ভট্টাচার্য্য (কলকাতা)

ধূসর পাহাড়ের শেষ ঢালে সবে ঘুমাতে যাওয়া সূর্য
আমি তাকে ছুঁতে যাই বুকের সিঁড়ি বেয়ে বেয়ে।
ঘুম আসে ঘুম ভাঙে ঢুলুঢুলু অরুণ জ্যোতি
দুর্বার হাতছানি, তাকে আমি শ্রাবণী আঁচলে
বাঁধি কেমন সে দুঃসাহসের কোজাগরী ঢঙে!
এক পুকুর চাঁদ জলে ফুটে থাকা দুষ্টু পদ্মের
ঢেউ ভাঙা নীড় সে যে শুধু ব্যক্তিগত আমারই।
এখন মেঘের ভিড়ে তাকে আর খুঁজতে
হয় না আমায়, বিকাল ফুরালে রাত্রি হিয়া
শিকার করে প্রিয়জন মধুকোষ সঙ্গমে।
বিশ্বাস করো, আমার কোনো প্রেমিক নেই ,
অনিয়মের নায়কেরা মঞ্চ সাজালে
আমি এক দীঘি প্রেম বুকে একাকী ফুটে ওঠা নিশিপদ্মের মত আবার ঘুমিয়ে পড়ি।
সত্যি বলছি, আমার অনেকটা কৃষ্ণগভীর
প্রেম আছে, আমার কোনো যুদ্ধজব্দ প্রেমিক নেই।
CATEGORIES কবিতা