
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পরিদর্শনে বিধায়ক
সংবাদদাতা: বারাবনি:- মঙ্গলবার বারাবনির নুনী গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ সরেজমিনে দেখতে এবং গ্রামবাসীদের পাশে দাঁড়াতে উপস্থিত হয়েছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানান রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে এলাকার ছোট ছোট কাজের জন্য এই প্রকল্প এনেছেন অনেক সময়ে এলাকার উন্নয়নের জন্য বড় বড় কাজ করা হয় কিন্তু ছোট কাজগুলো আমরা করতে পারি না সেইসব কাজ করার লক্ষ্যে এই প্রকল্প এনেছেন। মঙ্গলবার ২২৩,২২৪,২২৬ নং বুথের বাসিন্দাদের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ করা হয়েছে এবং এলাকার বাসিন্দাদের চাহিদা লিপিবদ্ধ করা হয়েছে।
CATEGORIES আসানসোল