
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনে মহকুমা শাসক
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিমবাংলার সাথে পশ্চিম বর্ধমানের নানা এলাকায় শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। চলতি মাসের প্রথম থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই সব সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনও সমস্যার কথাই বলা যাবে এই কর্মসূচি শিবিরে। তিনটি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে এই প্রকল্প থেকে, তা কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অনেক মানুষ গিয়ে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন।
বুধবার আসানসোল পৌরনিগমের ৪০ নং ওয়ার্ডের ২৮৪, ২৮৫ ও ২৮৬ নং বুথের জন্য বিবি কলেজে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবিরের আয়োজন করা হয়। এদিন বি বি কলেজে হওয়া এই শিবির পরিদর্শনে যান আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ও অতিরিক্ত জেলাশাসক ( জেনারেল) শুভাষীনি ই সহ আরও প্রশাসনিক আধিকারিকরা।
মহকুমাশাসক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্যের পাশাপাশি আমাদের আসানসোলেও আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছে।এই কর্মসূচি নভেম্বর ৩ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচিটির মধ্যে দিয়ে পাড়ার বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন এলাকার মানুষ। তিনটি কিংবা দুটি বুথ নিয়ে এই ক্যাম্প চলবে সকাল ৯ টা থেকে বারোটা পর্যন্ত। শিবিরের মাধ্যমে মানুষের সমস্যা সমাধান করা হচ্ছে।