বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সহ আরো ১ জনকে আটক করার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সহ আরো ১ জনকে আটক করার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

সংবাদদাতা: রাণীগঞ্জ:- গত ৯ ই আগস্ট নবান্ন অভিযানে গন্ডগোল পাকানোর অভিযোগে রানিগঞ্জে আটক করা হয় বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ও  আরও ১ জন বিজেপি কর্মীকে। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। অভয়া কান্ডের ১ বছর পূরণ হয়ে গেলেও প্রকৃত বিচার এখনও অধরা।সেই  বিচারের দাবিতে গত ৯ আগষ্ট অভয়ার বাবা-মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক ও কর্মীরা দলীয় পতাকা ছাড়াই অভিযানে অংশ নেন। সেই অভিযান নিয়ে কলকাতার রাস্তায় অভিযান অবরোধকারী পুলিশের সাথে শুরু হয় গন্ডগোল। এবিষয়ে হাওড়া পুলিশ সব মিলিয়ে নয়টি মামলা করেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের বাসিন্দা বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিক মন্ডলকে রানিগঞ্জ থানার পুলিশ আটক করে। আটক করা হয়েছে ঈশ্বর ঘোষ নামে আরো একজনকে। এর প্রতিবাদে সোমবার বিকেলে ভারতীয় জনতা যুব মোর্চার তরফে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় বা আমড়াসোঁতা পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। এর নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ রায়।

অভিজিৎ রায় বলেন, শান্তিপূর্ণ নবান্ন অভিযানের পরে তৃণমূলের ক্যাডার পুলিশ উদ্দেশ্য প্রনোদিত ভাবে আসানসোল বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিক মন্ডলকে অন্যায় ভাবে গ্রেফতার করেছে। তার প্রতিবাদে আমড়াসোঁতা ফাঁড়িতে ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিবাদ করা হয়েছে।

 রানিগঞ্জ থানার এক আধিকারিক বলেন, হাওড়া পুলিশের নির্দেশ মতো অভিক মন্ডলকে নতুন এগড়া থেকে এদিন সকালে আটক করা হয়েছে। একইসাথে আরো একজনকেও আটক করা হয়েছে। হাওড়া পুলিশের দল আসছে। তাদের হাতে এদেরকে তুলে দেওয়া হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )