কিছু স্বপ্ন স্বপ্নেই থেকে যায়

ছবি বিশ্বাস (সুবর্ণবিহার, নদীয়া)

ঘাড়ের উপর ঝুলে পড়া খোঁপা,
সিঁথিতে জ্বলজ্বলে সিঁদুরের রেখা,
মাথায় ছোট্ট করে ঘোমটা টানা মুখ,
গলায় লম্বা সোনার চেন ,
হাতে শাঁখা পলা আর কয়েক গাছা সোনার চুড়ি,
কানে বড় সোনার ফুল।

সারা মুখে প্রসন্ন হাসি,
প্রেম,ক্ষমা, সহিষ্ণুতার প্রতিমূর্তি এক নারী,
ঠিক যেন লক্ষ্মী ঠাকরুণ।
বরণ করে একান্ত স্নেহে
নিবিড় করে বুকে টেনে নেবে,
তার পর একমুখ হাসি দিয়ে বলবে –
বেশ লাগছে তোকে বধূ বেশে
এবার চল ঘরে
মেয়ে হয়ে থাকবি পাশে।।

এই রকমই একটি ভালোবাসার গল্পের
স্বপ্ন দেখেছিলাম,
কিন্তু সব স্বপ্ন কি সত্যি হয়
কিছু স্বপ্ন যে স্বপ্নেই থেকে যায় ।

সেই জন্যই এতো সুখ, আনন্দ,
সব কিছু পাওয়ার পরেও যেন —
বুকের ভেতর হাহাকার,
ব্যর্থতা, শূন্যতা, বিরাট এক পরাজয়,
ওই বিশাল বড় আকাশের বুকে —
মেঘ গুলোর মতই যেন ভীষণ একা নিরলম্বন।

কখনো দেখিনি তো ওই মুখ
কেমন অনুভূতি,
কেমন তার ভালোবাসা,
কেমন সুখ,
হয়তো বুকের ভেতর ভয়
আনন্দে আবেশের ধুকুপুকু পুকুর,
হয়তো অজানা দুজনার পরিচয়ে
হতো ভালোবাসার জয়।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )