
সাংসদের পক্ষ থেকে ২৭৬ টি পুজো কমিটিদের হাতে তুলে দেওয়া হলো শারদীয় শুভেচ্ছা
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- দুর্গাপুজোর জন্য উদ্যোক্তাদের এ বছর ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। সেই সময়েই মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছিলেন, এ বছর এক লাখ টাকা করে দেওয়া হবে। সেই মতো এবারও রবীন্দ্র ভবনে ডায়মন্ড হারবার বিধানসভার ২৭৬ টি পুজো কমিটির হাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে শারদীয়শুভেচ্ছা স্বরুপ ৭ হাজার টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ ১০ হাজার টাকা থানা থেকে দেওয়া হবে বলে জানা যায়।এখানে বিশেষ অতিথি হিসাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অয়ন ঘোষ দস্তিদার,এছড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস,পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সন্দ্বীপ সরকার,এক নম্বর ব্লকের যুব সভাপতি মিজানুর রহমান,দুই নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি অরুময় গায়েন, দুই নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি,পৌরসভার তৃণমূলের সভাপতি সৌমেন তরফদার,যুব সভাপতি পুশপেন্দু মন্ডল, মিডিকেল অফিসার ডা: আকবর হোসেন সহ ডায়মন্ড হারবার বিধানসভার সকল জেলা পরিষদের সদস্য সদস্যা,প্রধান উপপ্রধান ও অন্যান্যরা। সূত্র মারফত খবর ২০১৮ সাল থেকে রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথম বছর ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। ২০১৯ সালে সেটাকে একধাক্কায় বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। এর পরে সেই অনুদানের পরিমাণ প্রতি বছরেই বাড়তে থাকে। সর্বশেষ গত বছর পুজো কমিটিগুলোকে অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, আগামী বছর থেকে পুজো কমিটিগুলোকে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এই বছর দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুজো কমিটিগুলোকে এ বছর ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। এছাড়াও বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স-সহ অন্যান্য সরকারি ফি মকুব করা হচ্ছে। সেই মতো প্রতিশ্রুতি রাখলেন বাংলার ‘দিদি। এদিন রবীন্দ্র ভবনে তৃণমূলের সাধারন সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারদোৎসবের শুভেচ্ছা পুজো কমিটিউদের হাতে তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের আগের বছরের তুলনায় ২৫ হাজার টাকা বাড়ানো হল এই অঙ্ক। তাঁর এই ঘোষণায় স্বভাবতই খুশি পুজো কমিটির উদ্যোক্তারা।

