
কারখানা কর্তৃপক্ষের টালবাহানায়বাড়ছে বেকারের সংখ্যা, ক্ষোভ স্থানীয়দের
কাজল মিত্র: জামুড়িয়া:-
সপ্তাহের প্রথম দিনেই স্থানীয় কারখানায়
কর্মসংস্থানের দাবি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।
শ্যাম মেটালিকের সিআরএম ইউনিটের গেট বন্ধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো জামুড়িয়ার ধসল গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা। দীর্ঘ কয়েক ঘণ্টা বিক্ষোভের জেরে কারখানার ভেতরে আসা-যাওয়ার পথে ভোগান্তিতে পড়তে হয় শ্রমিকদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তিন থেকে চার ঘন্টা বিক্ষোভের পর কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা।বিক্ষোভকারীদের অভিযোগ জমি অধিগ্রহণের সময় দেওয়া প্রতিশ্রুতি আজ ইতিহাসে পরিণত হয়েছে। স্থানীয়দের অধিকাংশ বেকার অথচ ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা হামেশাই কাজ পেয়ে যাচ্ছে কলকারখানা গুলিতে।
এছাড়াও এদিনের বিক্ষোভে অংশগ্রহণকারী গ্রামবাসীরা জানান , টানা তিন বছর ধরে মিলেছে শুধুই প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হয়নি।
এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি গ্রামের রাস্তা, পথবাতি , ম্যারেজ হল এমনকি খেলার ময়দান সংস্কারের মত বিভিন্ন আশ্বাস দেয় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্বাসই পূরণ করতে পারিনি ম্যানেজমেন্ট এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের।
তবে গ্রামবাসীদের, কারখানা কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি আদৌ কি পূরণ হবে আগামী দিনে ? নাকি বারংবার বিক্ষোভের পথটাই বেছে নিতে হবে ?

