সে যেন আজ অচেনা
শোভনা মিশ্র (পুণে, মহারাষ্ট্র)

এ তুমি কি সেই তুমি?
যার সাথে যেতে চেয়েছিলাম
সহস্র ক্রোশ দূরে এক স্বপ্নপুরীতে
এক অন্তহীন প্রেমের স্রোতে।
তুমিই কি সে যার চোখের গভীরে
কৃষ্ণসাগরে জ্বলে উঠেছিল মণি
দেখেছিলাম অনন্ত প্রেমের বহ্নিশিখা।
হাজার তারার ভিড়ে আকাশের নিচে
কত রাত ভেসে গেছে স্বপ্ন সাজায়ে।
বন্ধুর ভূমিতে থামে নি দুটি অবশ পা
সেদিনের সেই অবিরাম পথ চলায়,
মনের কোণে জমে নি বিষাদের ছায়া
তোমার সান্নিধ্যে পথ করেছিলাম পার।
তাহলে আজ কেন মরুভূমিতে
এক পশলা শুধু এক পশলা বৃষ্টি
বিরামহীন হয়ে ঝরতে পারে না?
কেন প্রেমের বন্যা উত্তপ্ত মাটির বুকে
নরম করে আমার অভিমানগুলোকে
ভাসিয়ে দিয়ে এলো না নদী গর্ভে?
এখনো স্বপ্ন দেখতে ইচ্ছে হয়
সেই মানুষটার সাথে যে আমার
চাওয়াকে অনেক মূল্য দিত।
তুমি জানো আজ কী ঠিক আর বেঠিক
তবুও স্বীকার করতে পারো না
তুচ্ছ অহম বোধের আচ্ছন্নতায়।
এখনো আমি দাঁড়িয়ে আছি
রাস্তার অপরপ্রান্তে উদগ্রীব হয়ে।
দূরত্বটা খুব একটা বেশি হবে না
যদি ফিরে আসার একটা মন থাকে।
এক চিলকে হাসি দেখার জন্যে
পাড়ি দিয়েছিলে হাজার কিমির পথ।
একটা হৃদয় ঘরের খবর নিতে
বদ্ধ দ্বারের বাইরে দাঁড়িয়েছিলে…
আর আজ সব পাল্টে গেছে
সে ঘরে এখন কড়া নাড় না।
এখনো উত্তপ্ত মরুতে চলতে পারি
অন্ধকার অচেনা পথে পাবো না ভয়।
একটা তুফানকেও সামলে নেবো,
দুর্গম পথও একদিন অতিক্রান্ত হবে
যদি কাঁধটাতে একটা হাত থাকে।
তুমিই বলেছিলে স্বর্গ থেকে চিরকাল
আমার জন্য পারিজাত নিয়ে আসবে।
আর যদি ফোটা বন্ধ হয় সেখানে
মর্তকে স্বর্গ বানাবে আমার ভালোবাসার
হাজার পারিজাত হয়ে ফুটে।
আজও আমি উর্বর মাটি বুকে
কিন্তু পারিজাত এখনো ফুটলো না।