সাম্য – অসাম্য
পার্থ প্রতিম চ্যাটার্জী (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

বিশ্বসংসারের অস্থি মজ্জায় রহস্যের ঘনঘটা
এক অদ্বৈতবাদে ব্রহ্ম হতে কীট পরমাণু
এক সত্তার বিকাশে মিলেমিশে সব একাকার।
আবার সমস্ত পদার্থ কে ভাঙতে ভাঙতে
পরমাণুর কেন্দ্রবিন্দুতে এক শক্তির প্রকাশ।
তবুও অসাম্য যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে
সৃষ্টিকে সম্পৃক্ত করে রাখে,
বৈপরীত্যের টানাপোড়েন
ভাবনার প্রবাহকে লন্ডভন্ড করে অবিরাম।
কোথাও আহার বিহার বসনের প্রাচুর্য
উপচে উপচে পড়ে সুললিত জীবন আঙিনায়,
কোথাও দুবেলা পেট ভরা আহার
শরীর ঢাকতে ন্যূনতম বাসাংসি
যেন স্বপ্ন লোকের গল্প কথা।
কোথাও মাথার উপরের ছাদ
ব্যাপ্তিতে সুবিশাল হয়ে
খোলা আকাশের রূপ নেয়,
আর রোদ ঝড় জল ধুলো বালির প্রাচুর্যে
জীবন হয়ে ওঠে বেদনাবিধুর মহাকাব্য।
কোথাও জীবনের শখ পূরণে
ফেনীল জলধি সমান অর্থ সম্পত্তির বিচ্ছুরণে
নগরে গ্রামে সাগরে পাহাড়ে গড়ে ওঠে
সুবিশাল মনোরম অট্টালিকা।
সাম্যের ক্রোড়ে অসাম্যের নগ্ন প্রকাশ
ব্যাঙ্গাত্মক ক্রুর হাসি হেসে,
প্রকৃতি যেন বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়
একমাবদ্বিতীয়ম সাম্যবাদের তত্ত্বের মিথ্যা প্রকাশ।

