ডিজিটাল প্রেম

সঙ্গীতা কর (কলকাতা)

ট্রেন ছুটছে দূরকে নিকটে টানতে
যেতে যেতে জানালা দিয়ে হঠাৎ রক্তিমকে দেখা,
স্টেশনে বসে বইপত্র বিক্রি করছে সে
এখন ও বোধহয় বইপ্রেমীই রয়ে গেছে,
উসকো খুসকো চুল, চোখে একটা হালকা চশমা
ঠিক আগেকার মতো!
কলেজে ভালো ছেলে বলে তার একটা পরিচিতি ছিলো
ভদ্রমার্কা পোশাক আর সৌজন্যতায় অনেকের মনে জায়গা করে নিয়েছিলো সে,
তা দেখে ভীষণ হিংসে হতো
মনে হতো ও শুধু আমার
অথচ তাকেই বলা হয়নি কোনোদিন,
আবারো ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গন্তব্যের দিকে চলতে লাগলো
আজও বলা হলো না,
দীর্ঘ কুড়ি বছরের বিবাহিত জীবন স্বামী, সংসার সামলাতে সামলাতে প্রেম চাপা পড়ে আছে বহু দায়িত্বের নীচে,
তবুও দুঅক্ষরের শব্দটা মাথায় এলেই কেমন শিহরণ জাগে বুকে
চল্লিশে ও আঠেরোর উন্মাদনা জাগে,
সবকিছুই নিয়মমাফিক
হাতে কাজ, মনে ভাবনা, সময়ের ঘরে গতি
দিন কাটে সন্ধ্যা ভেদ করে আসে গভীর অন্ধকার
রাত্রির নির্জনতায় সঙ্গী হয় মোবাইল ফোন,
ভাবনাকে ব্যবচ্ছেদ করে হাতে রাখা যন্ত্র
সহসা ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভ্যালেন্টাইনস ডে’র পোস্ট দেখে মনটা বেহায়া হয়ে উঠলো
সবুজ বাতি জ্বলা রক্তিমের ইনবক্স
কম্পমান আঙুলগুলো লিখে ফেললো ‘ভালোবাসি তোমায় স্থির ধ্রুবতারার মতো না পাওয়া অনুভবে’
মুখ হাসলো
খুশি মাখলো উপবাসী বুক
অস্ফুট চিৎকারে অভ্যন্তর থেকে বেরিয়ে আসছে ‘ইউরেকা ইউরেকা’
যে কথা সামনাসামনি বলতে সহস্র দ্বিধায় পার হয়েছে সময়
সে কথা নির্দ্বিধায় বলে দিলো অনলাইন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )