লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা, রাজ্যে ৭ দফায়, আসানসোল ১৩ ই মে

লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা, রাজ্যে ৭ দফায়, আসানসোল ১৩ ই মে

ফাইনাল এক্সপোজার:-  ২০২৪ এর লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করলো ভারতের জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। ২০১৯ সালের মতই ২০২৪ সালেও লোকসভা ভোট হবে সাত দফায় । আগামী ১৯ এপ্রিল শুরু হবে ভোট। ৪ জুন প্রকাশ করা হবে ভোটের ফলাফল । এবারের লোকসভা ভোটে কমিশন বেশকিছু নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।তারমধ‍্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ।স্পর্শকাতর বুথ গুলির প্রতি বিশেষ নজরদারী রাখা।

দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে ৭দফায় কোন কেন্দ্রে কোথায় ভোট

প্রথম দফা – ১৯ এপ্রিল – কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

দ্বিতীয় দফা – ২৬ এপ্রিল – দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট

তৃতীয় দফা – ৭ মে – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর

চতূর্থ দফা – ১৩ মে – রাণাঘাট, কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল

পঞ্চম দফা – ২০ মে – শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, আরামবাগ,

ষষ্ঠ দফা – ২৫ মে – পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঘাটাল

সপ্তম দফা – ১ জুন – কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মণ্ডহারবার, মথুরাপুর, বারাসত, জয়নগর, দমদম, যাদবপুর

ভোট গণনা – ৪ জুন……

উল্লেখ‍্য বিষয় হলো এবারের লোকসভা ভোটের সঙ্গেই হবে সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশের বিধানসভার ভোট । তারও প্রস্তুতি সারা হয়েছে বলে এদিন জানানো হয়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )