
এসআইআর – হাওড়ায় প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব
সুলেখা চক্রবর্তী: হাওড়া:- চলছে এস আই আর এর কাজ।ব্লকে ব্লকে বি এল এ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছেন রাজনৈতিক দলগুলির কর্মীরা।এই পরিস্থিতিতে হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেসের মধ্যে তৈরী হয়েছে ইগোর লড়াই।কারন বেশ কিছুদিন আগে হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেসের সভাপতি হয়েছেন আলম দেইহান। তিনি আবার তাঁর ঘনিষ্ঠদের দলের কাছে বহাল করতে চান।এমনিতে গ্রামীণ হাওড়ায় কংগ্রেসের যে কয়েকটি জায়গায় মোটামুটি সংগঠন রয়েছে তার মধ্যে শ্যামপুর কেন্দ্র টি অন্যতম। কিন্তু এবার শ্যামপুর কেন্দ্রের দুই ব্লকেই এতদিন ধরে যিনি সংগঠন ধরে রেখেছেন সেই আতিয়ার রহমান খাঁনকেই কার্যত বসিয়ে দেওয়া হল বলে মনে করছে কংগ্রেসের একাংশ।কারন সোমবার হাওড়া গ্রামীণ জেলা কংগ্রেসের সভাপতি আলম দেইহান তার অনুগামী বলে মঞ্জুর আলমকে দুই ব্লকের দায়িত্ব দেন।বি ডি ও দের চিঠি ও দেন এই বিষয়ে।তবে হঠাৎ করে এই পরিবর্তন মেনে নিতে পারছে না দলের একটি অংশ। যদিও এটিকে গোষ্ঠী দ্বন্দ্ব বলতে নারাজ জেলা সভাপতি আলম দেইহান।তরুন” মঞ্জুরকে দায়িত্ব দিয়েই দেখা যাক কি হয়”বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে আতিয়ার রহমান জানিয়েছেন,”দল যেটা ভালো বুঝেছে- করেছে”।বলে মন্তব্য করেন।

