
কোভিডের মৃত্যুর ঘটনার দুই বছর পর পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন মলয় ঘটক
কৌশিক মুখার্জী: আসানসোল:-
গত দু’বছর আগে কোভিডের সময় আসানসোল সিএমপিডিআই-এর এক ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় হইচই পড়ে গিয়েছিল। আজ তাঁর পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। শনিবার আসানসোল সিএমপিডিআই ভবনে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক শেখ মহম্মদ নুর উদ্দিন ও সুনীল হাঁসদার পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয় বলে সূত্রের খবর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শেখ মহম্মদ নুর উদ্দিনের পরিবারের সদস্যদের ১৫ লক্ষ ও সুনীল হাঁসদার পরিবারকে ১ লক্ষ টাকার চেক দেওয়া হয় বলে জানা গেছে।
সিএমপিডিআই আর ও ওয়াই এর সেক্রেটারি জিতেন্দ্র কুমার সিং বলেন করোনার সময় আমাদের এক ঠিকা শ্রমিক ছিল মোহাম্মদ নুরুদ্দিন কোভিড এ আক্রান্ত হয়ে মারা গেছিলেন। তিনি আজ আমাদের মধ্যে নেই। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে কম্পেন্সেশন দেওয়ার ঘোষণা করে দিচ্ছেন সেটা অনেক দেরি হচ্ছিল, বিগত দুই বছর ধরে আমরা লড়াই করে সিএমপিডিআই আসানসোল থেকে কম্পেন্সেশন আদায় করে নিয়ে এসেছিল। এই দুই বছরে অনেক মুশকিলের মধ্যে দিয়ে আমাদের বেরোতে হয় এক সময় মনে হয়েছিল হয়তো এই টাকাটা আর পাওয়া যাবে না। গোটা কোল ইন্ডিয়া থেকে যে টাকা ঢুকেছে সেটা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের হাত দিয়ে চেক তুলে দেওয়া হলো তাদের পরিবারের হাতে।