
জেলার দুই প্রার্থীর সমর্থনে সারা মৎসজীবী ইউনিয়নের সাংগঠনিক সভা
তন্ময় মাহারা: মালদা:- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার দুই প্রার্থীর সমর্থনে মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে ‘সারা বাংলা তৃণমূল মৎসজীবী ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো মালদা জেলা মৎস্যজীবি সমিতির কমিউনিটি হল ঘরে ।উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শশুভদীপ সান্যাল ,জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসিস কুন্ডু, শুভময় বসু, কৃষ্ণ বিশ্বাস, ব্লক ও শহর সভাপতি অম্বরিশ চৌধুরী, হায়দার আলী মোমিন, উত্তম কুমার প্রামাণিক, ফারুক আবদুল্লাহ সহ এই ইউনিয়নের নেতৃত্ব ভীম হালদার, মোঃ ওবায়দুল্লাহ, দুলাল চৌধুরী এবং সংগঠনের আরো অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।