
কুয়ো থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ
কৌশিক মুখার্জী: কুলটি:-
গ্রামের কুয়ো থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য।খবর সূত্রে জানা যায় আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত কদভিটা আদিবাসী পাড়া সংলগ্ন কুয়োর পাশে পোশাক ও জুতো পড়ে রয়েছে।আর এই খবর পাওয়া মাত্রই চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে,খোঁজ না মেলায় খবর দেওয়া হয় দমকলকে।ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় এক ব্যক্তির দেহ উদ্ধার করে কুয়ো থেকে।মৃতের পরিচয় গোবিন্দ রুইদাস (৩৬)দামাগড়িয়া এলাকার বাসিন্দা বলে খবর।মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।পুলিশের প্রাথমিক অনুমান ঐ ব্যাক্তি মদ্যপ অবস্থায় স্নান করতে গিয়ে অসাবধানতা বশত কারণে কুয়োর মধ্যে পড়ে যায় বলে অনুমান এবং এই ঘটনা ঘটে।ঘটনার তদন্তে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ।ঘটনাস্থলে উপস্থিত চৌরাঙ্গি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারীক কার্তিক চন্দ্র ভুঁই সহ পুলিশের দলবল।