ভিন রাজ্য থেকে আসা নিষিদ্ধ পল্লিতে ৫ জন দালালদের দাবিমত টাকা না দেওয়াই মারধরের অভিযোগ, অবশেষে উদ্ধার পুলিশের

ভিন রাজ্য থেকে আসা নিষিদ্ধ পল্লিতে ৫ জন দালালদের দাবিমত টাকা না দেওয়াই মারধরের অভিযোগ, অবশেষে উদ্ধার পুলিশের

কৌশিক মুখার্জী: কুলটি:- বিহারের গয়া জেলা থেকে পাঁচ জন কুলটির যৌণ পল্লি লছিপুরে মনোরঞ্জন করতে এসেছিলেন সেই সময় লছিপুরের দালালরা এক ঘরে নিয়ে যায় সেখানে তারা মনোরঞ্জন করে এর পর রাত ২ টোর সময় বিল বাবদ ১ লক্ষ ৩০ হাজার টাকা চাওয়া হয়, সেই টাকা না দেওয়ায় তাদের অন্য অন্য ঘরে নিয়ে গিয়ে বেঁধে দালালের দল মারধর করে। এর মধ্যে তাদের মধ্যে একজন দালালদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।পালিয়ে জিটি রোডের উপর দাঁড়িয়ে থাকা পুলিশ গাড়ির কাছে গিয়ে ঘটনা জানাই,তড়িঘড়ি পুলিশ গিয়ে তাদের দালালদের হাত থেকে উদ্ধার করে। এর মধ্যে এক দালাল পুলিশের হাত থেকে বাঁচতে এক বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয় পাশের বাড়িতে ছাদ এজবেস্টার থাকায় এজ বেস্তার ভেঙে ভিতরে ঢুকে যায় পুলিশ আসার আগে ওই দালাল আহত অবস্থায় পালিয়ে যায়। 

স্থানীয় মহিলাদের দাবি প্রায় দিন যৌণ পল্লি এলাকায় ছিনতাই ও মারপিটের ঘটনা ঘটছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )