
চৌরঙ্গীফাঁড়ির পুলিশের পক্ষ থেকে সচেতনতা প্রচার
কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি থানার চৌরঙ্গীফাঁড়ির পুলিশের পক্ষ থেকে সচেতনতা প্রচার।এদিন কল্যানেশ্বরী মোড় সহ চৌরাঙ্গি ফাঁড়ির এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা প্রচার চালানো হয়। যেখানে এই প্রচারের মাধ্যমে এলাকার মানুষকে সচেতনতা বার্তা দেওয়া হয়।মূলত ছেলেধরা বলে বা চোরসন্দহ কাউকে মারধর করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না।সন্দেহ মনেহলে পুলিশ কে খবর দেবেন।পুলিশ সর্বদা পাশে রয়েছে।
CATEGORIES আসানসোল