
মিললো নদীতে ভেসে যাওয়া গাড়ির খোঁজ, উদ্ধার চালকের মৃতদেহ
কৌশিক মুখার্জী: আসানসোল:-
শুক্রবার সন্ধ্যায় আসানসোলের কল্যাণপুর হাউজিং এর কাছে গাড়ি সমেত যে চালক জলের তোরে ভেসে গিয়েছিল আজ তার মৃতদেহ উদ্ধার হল। গাড়িটি এখনো নদীর জলে ভাসছে ও উদ্ধার কাজ চলছে। এন ডি আর এফ দল এখনো গাড়িটি উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছে।মৃত গাড়ী চালকের নাম চঞ্চল বিশ্বাস বাড়ী আসানসোল সুগম পার্ক।
প্রসঙ্গত,জলের মধ্যে গাড়ি ঘোরাতে গিয়ে হয় বিপত্তি, জলে তলিয়ে যায় আস্ত একটি চার চাকা গাড়ি।শুক্রবার সন্ধ্যায় আসানসোলের কল্যাণপুর হাউসিং এলাকায় বৃষ্টির জেরে বয়ে যাওয়া জলে একটি চার চাকা গাড়ি নিয়ে চলে আসে চালক ।এরপর গাড়িটি পেছনের দিকে ব্যাক করতে গিয়ে সেতুর উপরে জলে তলিয়ে যায় গাড়িটি।