রাজ্যের পাশাপাশি আসানসোলেও বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি

রাজ্যের পাশাপাশি আসানসোলেও বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি

কৌশিক মুখার্জী: আসানসোল:- রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলও বিজেপির থানা শুদ্ধিকরণ কর্মসূচি করা হল।সোমবার আসানসোল দক্ষিণ থানার সামনে জল ও ঝাটা দিয়ে শুদ্ধিকরণ করা হল।এদিনআসানসোল জেলা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে এই কর্মসূচি করা হয়েছে।উপস্থিত ছিলেন বিজেপি আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ মহিলা মোর্চার অনান্য নেতৃত্বরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )