
সন্দেশখালি ইস্যু নিয়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামলো জামুড়িয়া বিজেপির যুব মোর্চা
কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-
সন্দেশখালিতে মা বোনেদের উপর মধ্যযুগীয় অত্যাচার চালাচ্ছে তৃণমূল সরকার ঠিক এমনই অভিযোগ বিজেপি যুব মোর্চার। সন্দেশখালি ইস্যু নিয়ে এবার রাস্তা অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামলো জামুড়িয়া বিজেপির যুব মোর্চা। সন্দেশখালির ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলে সোমবার জামুড়িয়া পেট্রোল পাম্পের সামনে প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা।
এই ঘটনার জেরে ওই অংশের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তা অবরোধের জেরে আটকে পড়ে বাস ও অন্যান্য গাড়ি। ফলে যানজটের সৃষ্টি হয়।
এইদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব সম্পাদক অভিজিৎ রায়, যুব জেলা সভাপতি বাবন মন্ডল, জামুড়িয়া মন্ডল চার এর সভাপতি সঞ্জয় সিং, সন্তোষ সিং সহ আরও অনেকেই।