
কাঠের অভাবে দাহ না হওয়ার জন্য দুর্গন্ধে টেকা দায় শ্মশান এলাকায়
কৌশিক মুখার্জী: দূর্গাপুর:-
কাঠের অভাবে লাবারিস লাশ দাহ না করার জন্য দুর্গন্ধে টেকা দায় দুর্গাপুরের বিরভানপুর শ্মশান এলাকা।শ্মশানে তিন দিন ধরে লাবারিশ লাশ পড়ে রয়েছে।
শ্মশান যাত্রীরা নাকে রুমাল দিয়ে শ্মশান চত্বরে ঘুরছে, জানা গেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে যে সমস্ত লাবারিস লাশ গুলো রাখা হয়,সেইগুলোকে আনা হয় দুর্গাপুর বীরভানপুর শ্মশানে, কিন্তু দেখা যাচ্ছে কাঠের অভাবে ওই লাবারিশ লাশগুলো পড়ে রয়েছে, যার জন্য ছড়াচ্ছে দুর্গন্ধ। এখন এটাই দেখার কবে কাঠ আসে আর কবেই বা লাবারিস লাশ গুলো পোড়ানো হবে ?
CATEGORIES দূর্গাপুর