
স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিরঙ্গা পদযাত্রা
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিজেপির পক্ষ থেকে তিরঙ্গা পদযাত্রা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। বিজেপির নেতা সুদীপ জানান আমেরিকা বিভিন্ন ভাবে ভারতকে কোনঠাসা করতে চাইছে কিন্তু নরেন্দ্র মোদি আমেরিকাকে মোক্ষম জবাব দিচ্ছেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিরঙ্গা পদযাত্রার মাধ্যমে মোদির হাতকে শক্ত এবং তার প্রত্যেক পদক্ষেপে আসানসোলবাসীর সমর্থন রয়েছে এই বার্তা জানানো হয়েছে।
CATEGORIES আসানসোল

