দুর্গাপূজা প্রাক্কালে পাণ্ডবেশ্বরে বিধায়কের উদ্যোগে শুরু হল “মাতৃবরণ”

দুর্গাপূজা প্রাক্কালে পাণ্ডবেশ্বরে বিধায়কের উদ্যোগে শুরু হল “মাতৃবরণ”

সংবাদদাতা: পাণ্ডবেশ্বর:-বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে বেশ কয়েকদিন ধরেই চলছে দুর্গাপূজা উপলক্ষে ৬০ হাজার মা বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি,  তার সাথে সাথে শুরু হল, পাণ্ডবেশ্বর বিধানসভার ১২ টি পঞ্চায়েত এলাকায় সকল মা-বোনেদের হাতে একত্রে আলতা,সিন্দুর ও বিন্দি পৌঁছে দেওয়ার কর্মসূচি। এরই নামকরণ করা হয়েছে মাতৃবরণ বা মাতৃবন্দনা।

” জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।-

বিধায়কের উদ্যোগে পাণ্ডবেশ্বর এর মা-বোনদের শাড়ির পাশাপাশি এই আলতা, সিন্দুর, বিন্দি দিয়ে বরণ এক অভিনবত্বের রূপ দিয়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )