আগুন পোড়ে

কৃষ্ণা গুহ (কলকাতা)

দেশ জুড়ে পোড়া পোড়া গন্ধ !!
উড়ছে ছাই বোধের মৃত্যু আম জনতার । ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহর !!মানুষ লুকাবে মানুষ কোথায়? মন্দির-মসজিদ না গির্জায়!!

প্রতিদিন যে মেয়েটির মৃত্যু হচ্ছে বোধের ঘরে যাচ্ছে তলিয়ে অজানায় তাও নিয়নের আলো মেখে দাঁড়ায় রাস্তায়।

মৃত্যু ভয়ে সিটিয়ে থাকে,
উল্লাসিত সমাজ চেটেপুটে খায়!!
কত সহস্র বছরের খিদে নিয়ে হায়নারা দাঁড়ায় মেয়েটির দোর গোড়ায়,
জাত পাত ধর্ম সব কোথায়?

জেগে থাকে মেয়েটি ক্ষয়ে যাওয়া পাথর হয়ে,ক্ষোভের আগুনে হয় শরীরে রক্ত ক্ষরণ।
নষ্ট শরীরটা ভোরের আলোয় শিশিরের ছোঁয়া পেতে চায়, চিৎকার করে বলে বন্ধক রেখোনা আমায়!!
সদ্য পুড়েছি আমি চিতায়,এখনো গায়ে লেগে আছে পোড়া কাঠের গন্ধ
সভ্যতার পোশাক বদলে নিলেই আমি শুদ্ধ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )