
দূর্গা মন্দিরের বেদিতে দেখা গেলো মায়ের পায়ের ছাপ
কাজল মিত্র: বারাবনি:- দূর্গা মন্দিরের বেদিতে দেখা গেলো পায়ের আলতা।ঘটনাটি আসানসোলের বারাবনির নাকটি কন্যাপুরের ঘটনা।এলাকার মানুষদের দাবি এটা মা দূর্গা পায়ের ছাপ।তারা জানান সোমবার সকালে পুরোহিত মন্দিরে পুজো করতে এসে বেদির উপর পায়ের ছাপ দেখা যায়।এই খবর ছড়িয়ে পড়তেই মন্দিরে ভিড় জমান এলাকার মানুষ।আসেন নুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি।মাধব তিওয়ারি জানিয়েছেন এটা বহু প্রাচীন মন্দির।এই পায়ের ছাপটা মায়ের এই অলৌকিক ঘটনা দেখতে ভিড় জমিয়েছেন আশেপাশের বহু গ্রামের মানুষ।


CATEGORIES আসানসোল

