ছট ব্রতীদের হাতে পুজো সামগ্রি তুলে দিল কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ

ছট ব্রতীদের হাতে পুজো সামগ্রি তুলে দিল কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ

সংবাদদাতা: সালানপুর:-

সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগে ফাঁড়ি প্রাঙ্গনে এলাকার প্রায় ৭০ জন ছট ব্রতীদের হাতে পূজার ছট সামগ্রী তুলে দেওয়া হলো।এদিন নিজের হাতে ছটব্রতী দের হাতে পূজার সামগ্রী তুলে দেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি সহ কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লালটু পাখিরা সহ সমাজসেবী ভোলা সিং ও মনোজ তেওয়ারি।এদিন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি প্রতি বছরের মত এই বছরও এলাকার মানুষের জন্য ছট পূজার সামগ্রিক তুলে দেওয়া হলো।একই সাথে এদিন মাইথন থার্ড ডাইক ছট ঘাট পরিদর্শন করেন সবাই মিলে। তাছাড়াও বনজেমারি ও হিন্দুস্তান কেবেলস এবং চিত্তরঞ্জন ছট ঘাট পরিদর্শন করেন ভোলা সিং।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )