
পশ্চিমবঙ্গে SIR নিয়ে আতঙ্ক দূর করতে চালু হল চায়ের আড্ডায় সমাধান
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- চায়ের দোকান বাংলার সমাজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে রাত পর্যন্ত চায়ের দোকানে জমে থাকে আড্ডা, আলোচনা, হাসি-ঠাট্টা। আর এই আড্ডার মধ্যেই লুকিয়ে থাকে সাধারণ মানুষের জীবনযাত্রা ও সময়ের পরিবর্তনের প্রতিচ্ছবি। তবে এই বর্তমান সময়ে কিছুটা হলেও একটু আলাদা। কেননা নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যে চালু হয়েছে এসআইআর। আর এসআইআর ঘোষণা হতেই রাজ্যে শুরু হয়েছে মৃত্যুর হাতছানি। আর ঠিক এই সময়ে আমজনতার আতঙ্ক দূর করতে তৃণমূলের উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারে চালু হল চায়ের আড্ডায় সমাধান। বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় ‘চা-এর চুমুকে পণ্ডিতপুরা গল্প’ নামে একটি উদ্ভাবনী জনসাধারণের কাছে পৌঁছানোর কর্মসূচি চালু করেছে AITC। রবিবার নুরপুর পঞ্চায়েতের দেওয়ান তোলায় অভিষেক ব্যানার্জির নির্দেশে এই উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্বরা। এদিন দ্বিতীয় দিনে হরিণ ডাঙ্গা অঞ্চলে মোহন পুর মোড়ে চায়ের চুমুকে উন্নয়নের গল্প নিয়ে এই কর্মসূচি শুরু করে। এর লক্ষ্য হল বাসিন্দাদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং চা পানের মাধ্যমে অনানুষ্ঠানিক ভাবে আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলি শোনা হচ্ছে। স্থানীয় নেতৃত্ব রা জানান,
আগামী দুই মাস ধরে, গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড গুলিতে সভা অনুষ্ঠিত হবে, যেমন চায়ের দোকান,এবং পার্কের মতো সাধারণ জনবহুল স্থানগুলিতে। লোকেরা SIR-সম্পর্কিত ভয় থেকে শুরু করে নাগরিক ও চিকিৎসাগত ত্রুটি পর্যন্ত বিভিন্ন সমস্যা উত্থাপন করেছে। দলীয় নেতারা আশ্বাস দিয়েছেন যে কোনও প্রকৃত ভোটার তালিকা থেকে বাদ পড়বে না এবং বলেছেন যে লক্ষ্য হল নাগরিকদের মধ্যে আস্থা পুনরুদ্ধার করা। এই কর্মসূচিতে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ প্রচারণায় যুবসমাজকে সম্পৃক্ত করার পাশাপাশি সিনিয়র এবং তৃণমূল কর্মীদের পুনরায় সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। সরাসরি প্রতিক্রিয়ার জন্য একটি অভিযোগ বাক্স এবং হেল্পলাইন নম্বর সরবরাহ করা হয়েছে। ডায়মন্ড হারবার বিধানসভার মানুষের সুবিধার জন্য সরাসরি যোগাযোগের জন্য ০৩৩ ৬৯০৩৯৫১৮/ যেকোনো মতামত সমস্যার জন্য ৭৮১২০২৭৮৭৮।

