আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বারাবনি বিধানসভায়

আমাদের পাড়া আমাদের সমাধান শিবির বারাবনি বিধানসভায়

ফাইনাল এক্সপোজার: বারাবনি:- বৃহস্পতিবার বারাবনি বিধানসভার সালানপুর পঞ্চায়েতের  আল্লাডি পঞ্চায়েত এবং বারাবনির পাঁচগাছিয়া পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়,সালানপুর পঞ্চায়েতের মহঃ আরমান এবং পাঁচগাছিয়া পঞ্চায়েতের শিবিরে উপস্থিত ছিলেন দোমহানি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ। বিধান উপাধ্যায় জানান মমতা ব্যানার্জীর আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয় জনগণ তাদের অসুবিধার কথা সরাসরি সরকারি আধিকারিকদের জানাতে পারছেন। লাইট ও ড্রেনের জন্য বেশি চাহিদা জমা পড়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )