প্রিয়জন নয় প্রয়োজনে
অনীতা প্রামানিক (কলকাতা)

দিনের শেষে একা আবিষ্কার করেছি বহুবার!
সঙ্গ নামের অস্বস্তি নিয়ে এসেছে অনেকেই, বিনিময়ে এমন কিছু করেছে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে উঠেছি, দিনের শেষে করে গেছে ভীষণ রকম একা!
এত-এত সুগন্ধ ছড়িয়ে গেছো আমার ঘরময় তোমার শরীরের গন্ধ বাতাসে খেলে বেড়াচ্ছে,
জানালা দিয়ে যে জ্যোৎস্না আসছে ওটি তোমার অভিমান,
অবুঝ মন ফিরে ফিরে তোমাকেই চাই,ভুলে থাকা তো সহজ নয়,
ভালোবাসা তো অসীম, এক দিগন্ত বিস্তৃত হিমালয় জুড়ে,
আমার হৃদয় ভেঙে দুমড়েমুচড়ে কোথায় তুমি চুপিসারে?
অজানা দিগন্তে সন্ধ্যার আকাশে অভিমানের মেঘ হয়ে ঝরে পড়ে অভিযোগ বিহীন হাজারো তারার ভীড়ে,তবুও কেমন শূন্যতা আকাশের বুকে, ধূসর আস্তরন ঢেকে দেয় ঈশান কোণের দিগন্ত,
চাইতে চাইতে আমার ক্লান্ত হৃদয় চোখের বারান্দায় দাঁড়িয়ে নোনা জলে স্নান করে রাতের নিঃশব্দে…..।
CATEGORIES কবিতা

