
ইস্কো কারখানার শ্রমিক নিয়োগে স্বচ্ছতার দাবিতে সিটুর বিক্ষোভ টানেল গেটে
কৌশিক মুখার্জী: আসানসোল:- শুক্রবার দুপুরে বার্ণপুরের টানেল গেটে ইস্কো কারখানার তৃতীয় প্রকল্পের আধুনিকীকরণে নিয়োগের স্বচ্ছতা আনার দাবিতে বিক্ষোভ দেখান বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংঘটন।বাম শ্রমিক সংঘটনের নেতা পার্থ মুখার্জি জানান ইস্কো কারখানার আধুনিকীকরণের শুরু থেকে বামফ্রন্টের শিল্পাঞ্চলের নেতৃত্ব স্থানীয় শ্রমিক নিয়োগের দাবি করে এসেছেন বর্তমানে ইস্কোর তৃতীয় ফেসের আধুনিকীকরণের কাজ চলছে তাদের দাবি স্থানীয় বেকার যুবকদের চাকরি দিতে হবে, নুন্যতম ২৫ হাজার টাকা বেতন দিতে হবে, জমি হারাদের চাকরি দিতে হবে, একনায়কতন্ত্র ভেঙে ফেলতে হবে, বেতন বৈষম্য বন্ধ করতে হবে এইসব দাবি নিয়ে তারা স্মারকলিপি জমা দেবেন, কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
CATEGORIES আসানসোল