শুধু থেকে যায় স্মৃতি চিহ্ন
তিতলী রায় (কলকাতা)

যে-দিন গেছে চলে
আসে না কভু ফিরে,
শুধু থাকে স্মৃতি চিহ্ন
সময়ের খাতায় নাম জুড়ে।
বয়ে গেছে কতো বসন্ত
রয়ে গেছে তার রেশ,
মনের কথা বলবো কাকে
এই তো আছি বেশ।
মনে পড়ে সেই ছেলেবেলা
পুতুল নিয়ে কতো খেলা,
শীতের দিনে ছুটির মজা
জমিয়ে ছাদে গানের ভেলা।
কখনও বা দূর গগনে
কল্পনাতে ভেসে যে যাওয়া,
পড়ন্ত ঐ বিকেল বেলা
আবীর রাঙা আকাশ পাওয়া।
হাতটি ধরে নদীর তীরে
তাকিয়ে দু’জন অবাক হয়ে,
পড়লে মনে বুকের ভিতর
ব্যাকুল বসন্ত আসে ধেয়ে।
নদীর মতো বইছে জীবন
এঁকেবেঁকে ঢেউয়ের দোলায় দুলে,
চড়াই উৎরাই পেরিয়ে পথ
ভরেছে জীবন অনেক ভুলে।
হাতরে বেড়াই অজানা পথে
বইছে জীবন অন্য খাতে
হিসাব কষে কেমনে মেলাই
সবই লেখা খরচের পাতে।
CATEGORIES কলকাতা