
বৃষ্টির কারণে পণ্ড বিশেষ আলোচনা সভা
সংবাদদাতা: বারাবনি:- শুক্রবার বিকেলে দোমহানি ফুটবল গ্রাউন্ডে হাই ভোল্টেজ কমিটির পক্ষ থেকে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবার কথা ছিল। যেখানে এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত থাকার কথা।কিন্তু প্রবল বর্ষনে সেই সভায় বহু মানুষ উপস্থিত থাকতে না পারার জন্যে সভাটি ছোট করেই শেষ করা হয়েছিল ।এই ব্যাপারে হাই ভোল্টেজ কমিটির কর্ণধার সমীরণ মন্ডল জানান আজ একটি বিভিন্ন বিষয় নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগের জন্য অনুষ্ঠানটিকে বন্ধ করা হয়েছে। এই আলোচনা সভার মূল কারন ছিল যেটা হল প্রথমত এলাকার বহু সমস্যা রয়েছে যেমন রাস্তা ঘাট ,পানীয় জল, যা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই এই হাই ভোল্টেজ কমিটির মধ্যে দিয়ে। একই সাথে তিনি জানান এলাকায় কোন প্রকারের অবৈধ কাজকারবার চলবেনা ও বেকার সমস্যা সমাধান দূরীকরণের স্বার্থে এই বিশেষ সভা ডাকা হয়েছিল। তবে প্রবল বর্ষণের কারণে আজকের এই সভা সেইরকম ভাবে করে ওঠা যায়নি। পরবর্তী ক্ষেত্রে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ও সংস্থার সকল মানুষকে নিয়ে এই সভা আবার ডাকা হবে। আজকের এই সভাতে সকল মানুষের জন্য ছিল খাবারের ব্যবস্থা। কিন্তু বর্ষার কারণেই অনুষ্ঠান না হওয়ার ফলে যে সব খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেগুলোকে স্থানীয় গরিব মানুষের হাতে বিতরণ করে দেয়া হলো।