জিটি রোডের উপর বাস, গাড়ী ও হকারদের বিরুদ্ধে ট্রাফিক দপ্তরের হানা

জিটি রোডের উপর বাস, গাড়ী ও হকারদের বিরুদ্ধে ট্রাফিক দপ্তরের হানা

সংবাদদাতা: আসানসোল:- আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের আধিকারিকরা বুধবার দুপুরে পুনরায় জিটি রোড পরিস্কারের জন্য অভিযান চালান। ট্রাফিক দপ্তরের আধিকারিক জানান বুধবার দুপুরে আশ্রম মোড় থেকে হটনরোড পর্যন্ত বিশেষ অভিযান চালান জিটি রোডের উপর অবৈধভাবে ব্যাবসা করা, গাড়ী দাঁড় করিয়ে চলে যাওয়া এবং বাস স্ট্যান্ড থেকে বার হয়ে জিটি রোডের উপর দাঁড় করানো। আজকে ৩০ টার মতো গাড়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে যারা জিটি রোডের উপর গাড়ী রেখে চলে গেছে তবে তাদের কথা শুনে গাড়ী পার্কিং জায়গায় রেখেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয় নি এবং বাস স্ট্যান্ড থেকে বার হয়ে তিনটি মিনি বাস জিটি রোডের উপর দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )