
বিভিন্ন দাবি নিয়ে সিপিএমের বিক্ষোভ পৌরনিগমে
সংবাদদাতা: আসানসোল:- রেলপার সহ আসানসোল উত্তর থানার বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নিয়ে সিপিএমের ৩ নং এরিয়া কমিটির পক্ষ থেকে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। এরিয়া কমিটির সম্পাদক অরুণ পান্ডে জানান রেলপার এলাকায় দেড় মাস যাবত ময়লা পাণীয় জল আসছে সেটা ঠীক করার দাবি, রেলপার এলাকায় রাস্তা বর্ষার কারণে ভেঙে গেছে সেগুলো মেরামতের দাবি,গাড়ুই নদী পরিস্কারের দাবি, দু’বছর আগে গাড়ুই নদীর জল থেকে এলাকায় বন্যার পরিস্থিতি হয়েছিল সে সময় প্রশাসন থেকে ক্ষতিপূরন দেবার কথা বলা হয়েছিল এলাকাবাসী আবেদন পত্র জমা দেওয়া সত্ত্বেও কেউ ক্ষতিপূরন পায় নি অবিলম্বে সে কাজগুলো করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
CATEGORIES আসানসোল