
ফের জল ছাড়লো ডিভিসি
রামকৃষ্ণ চ্যাটার্জী:মাইথন: পশ্চিম বর্ধমান:-
গত কয়েকদিনের ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। আর সেই অতিভারী বৃষ্টির জেরে স্বাভাবিক জলস্ফীতি বৃদ্ধি পেয়েছে রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্যের জলধারা গুলির জলস্তর।আর তার ফলেই রবিবার মাইথন ড্যাম থেকে বাড়ানো হয় জল ছাড়ার পরিমাণ।এদিন মাইথন জলাধার থেকে দুটি লক গেট থেকে ২২৫৬২ হাজার কিউসেক জল ছাড়া হয়,তার পাশাপাশি পাঞ্চেত জলাধার থেকে মোট ৩৪৭৬৮ হাজার কিউসেক জল ছাড়া হয়।
আর এই জল ছাড়ার ফলে দামোদর নদের তীরবর্তী এবং দামোদর নদের অববাহিকায় যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।
CATEGORIES আসানসোল