বিবাহবার্ষিকী

পঙ্কজ কুমার মণ্ডল (সিউড়ি, বীরভূম)

প্রিয়ে
হৃদয় জুড়ে রয়েছো তুমি,
হৃদয় দিয়ে চাই,
এমনি করে যুগে যুগে তুমি,
ওগো মোর প্রিয়ে তায়।
চকিত নয়নে চাও গো তুমি,
মম প্রিয়ে ডাক শুনি,
তামরো বর্ণ শোভা পায় মম,
যদি তব ডাক শুনি ।
কোনো কিছু তুমি চাওনি প্রিয়ে,
চেয়েছো শুধুই চিত্ত,
তব নিষ্পাপ প্রেমের ধারায়,
করেছো আমায় স্নিগ্ধ ।
সেদিন তুমি বললে বিদায়,
অশ্রু সজল চোখে,
কেনো চোখে মোর এতো বারি এল,
বিদায় বেলার শোকে ।
চিরদিন তুমি জ্বেলোগো প্রদীপ,
মম এ হৃদয় চিত্তে,
যুগে যুগে মোরা থাকবো অমর,
অমর প্রেমের বৃত্তে।
কখনোই তুমি কৃষ্ণের রাধা,
কখনো রোমিওর জুলিয়েট,
কখনো তুমি হীর এর রনঝা,
বিশ্বকবির সাইলেন্ট ।
যতই আসুক বিঘ্ন বাধা,
যতই আসুক যুদ্ধ,
প্রেম জীবনের আসল সত্য,
যেমন রবি নিত্য ।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )