শাপলা, (শালুক)
শিবানী চক্রবর্তী (শ্রীরামপুর, হুগলী)

নানান রঙের রূপের ডালি তুমি শালুক রানী,
সকল বন্ধুদের শোনাই আজ তোমার কাহিনী।
দিঘী ,পুকুর ,ডোবা,—- নদীর ধারে,
আছো নীল, হলুদ, সবুজ, সাদা ,নানান বাহারে।
পাঁকে জন্ম তোমার রয়েছো রূপের ডালি ধরে,
এই বর্ষাতে শ্রাবণ ,ভাদ্রে বেশি আসো তুমি সবার ঘরে ঘরে।
অরন্ধনে মনসা পূজায় , মালা হয়ে দোলো গলায়, দেবীর চরণে,
এই সময়ই বাঙালির সবার, তোমার কথা পড়ে মনে।
।। আবার তোমার বহু অবদান।।
চিংড়ি বলে এসো শালুক তোমায় আমায় জমবে ভালো,
সর্ষে পোস্ত ডাকে এসো শালুক, প্রথম পাতেই জ্বালাবো আলো।
বেসন ডাকে এসো শালুক,
বড়াতে জমাবো রে ভাই,
নারিকেল বলে এসো শালুক, ইলিশের সাথে দারুন মজায়।
ঘন্টু বলে পাঁচমিশালিতে এসো শালুক, হবে ভালোই,
শেষ পাতে তেঁতুল ডাকে এসো শালুক, ওম শান্তি দিয়ে তৃপ্তি জাগায়।
আবার যখন বৃদ্ধ বয়সেও
তোমার বিজ, (ভেঁউট)
বাঙ্গালীদের নাড়ু তৈরীর কাজে লাগো।
আহা অপূর্ব তোমার অবদান ভুলবোনা।
তোমার হয়না তুলনা।
জয় শালুক, জয় শালুক, জয়, শালুক,।
তোমারই হোক জয়।