
হাসপাতাল থেকে শিশু উধাও, সভা ও পাল্টা সভায় উত্তপ্ত এলাকা
রিমা ঘোষ, আমতা, হাওড়া – :
আমতা গ্রামীণ হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল স্থানীয় এলাকা। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে সভা করে তৃণমূল। তারই পাল্টা জবাব দেয় বিজেপি।
চুরি যাওয়া শিশুটি উদ্ধার হওয়ার পরদিনই তৃণমূলের পক্ষ থেকে আমতা সিটিসি বাসস্টান্ডে একটি সভার আয়োজন করা হয়। সভার শেষে উলুবেরিয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক ডা. নির্মল মাজি সাংবাদিকদের বলেন, যে শিশুটি চুরি করেছিল সে বিজেপির নেত্রী। তিনি আরও অভিযোগ করেন, এরা শিশু চুরির পর বাইরে থেকে লোক নিয়ে গিয়ে হাসপাতালে ভাঙচুর চালায়। তাদের বিরুদ্ধে হাসপাতালের এক নার্সকে শারীরিক নির্যাতন সহ একাধিক অভিযোগ তিনি করেন।
তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন দাবি করে বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে আমতা সিটিসি বাসস্ট্যান্ডে একটি পাল্টা সভা করা হয়।

সভার শেষে বিজেপির হাওড়া (গ্রামীন) জেলা সভাপতি দেবাশীষ সামন্ত বলেন আমতা হাসপাতাল থেকে যিনি শিশুটি চুরি করেছিলেন তিনি এলাকার সুপরিচিত তৃণমূল কংগ্রেসের কর্মী। এই এলাকার বিধায়ক বলছিলেন শিশু চোর ২০২৩ সালে বিজেপির পঞ্চায়েতের প্রার্থী ছিল। কিন্তু উনি ভুলে গেছেন নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে সমস্ত তথ্য পাওয়া যায়। তিনি মিথ্যা কথা বলে বিজেপিকে কালিমা লিপ্ত করার জন্য যে প্রচেষ্টা করেছেন। তারই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আমরা এই বিক্ষোভ সভার আয়োজন করেছি।
এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত, উলুবেরিয়া উওর বিধানসভার মন্ডল সভাপতি গৌতম দলুই, উওম দলুই, সন্দীপ রিত সহ আরও অনেক বিজেপির কর্মকর্তারা।


