হঠাৎ ধোঁয়ায় ঢাকলো জামুড়িয়ার নিউকেন্দা এলাকা, শুরু শ্বাসকষ্ট আতঙ্কিত এলাকাবাসী

হঠাৎ ধোঁয়ায় ঢাকলো জামুড়িয়ার নিউকেন্দা এলাকা, শুরু শ্বাসকষ্ট আতঙ্কিত এলাকাবাসী

কাজল মিত্র: জামুড়িয়া:- ইসিএল কেন্দা এলাকার অন্তর্গত নিউ কেন্দা কোলিয়ারির নিউ কেন্দা ওসিপি থেকে ব্যাপক পরিমাণে ধোঁয়া বের হতে শুরু করে । ক্ষণিকের মধ্যেই খনি থেকে বের হওয়া সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে এলাকায়। আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

সূত্রে জানা যায়, ওসিপি থেকে ধোঁয়া বের হওয়ার কারণে মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়াও, ওসিপির আশেপাশের এলাকার বাসিন্দারা ভূমিধ্বসের আশঙ্কাও শুরু করেছেন। নিউ কেন্দা ওসিপির কাছে মন্ডল পাড়ার বাসিন্দা অমর বরনওয়াল বলেন, যদিও ওসিপি থেকে সবসময় হালকা ধোঁয়া বের হয়, কিন্তু সোমবার বিকেলে বৃষ্টির সময় ব্যাপকভাবে ধোঁয়া বের হতে শুরু করে, যার ফলে পুরো মন্ডল পাড়া ধোঁয়ায় ঢেকে যায়। ওসিপি থেকে বের হওয়া ধোঁয়ায় বিষাক্ত মিথেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস থাকায় মানুষের শ্বাস নিতে সমস্যা হচ্ছে এমনটাই জানান তিনি। 

তিনি বলেন, ইসিএল ব্যবস্থাপনার উচিত অবিলম্বে নিউ কেন্দা ওসিপির আশেপাশে বসবাসকারী মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা, অন্যথায় যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে যার জন্য ইসিএল ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে দায়ী থাকবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )