মহালয়া উপলক্ষে জল ছত্র পরিবেশন করলেন সামিম আহমেদ

মহালয়া উপলক্ষে জল ছত্র পরিবেশন করলেন সামিম আহমেদ

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা ভোলের আলো ফোটার আগে বেজে উঠলো আগমনীর সূর, আর সেই সঙ্গে পিতৃতর্পণ করতে ভিড় জমতে থাকে নদী ঘাট গুলোতে। পিতৃ তর্পণের জন্য রবিবার ভোরের আলো ফোটার আগে থেকে ডায়মন্ড হারবার, রায়চক, আব্দালপুর, নূরপুর সহ বিভিন্ন এলাকায় হুগলি নদী ঘাটে ভিড় জমাতে থাকে স্থানীয় মানুষ জন হুগলি নদীতে হাজারো মানুষের ডুব দেওয়ার পাশাপাশি পূজো অর্চনা করেন। পিতৃ পক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনা শুরুতে মহালয়ার সকালে চিরাচরিত প্রথা মেনে হুগলি নদীর ডায়মন্ড হারবার, নূরপুর, রায়চক সহ বিভিন্ন এলাকায় মানুষ জন ভিড় জমাতে শুরু করে,ভোরের আলো ফোটার সাথে সাথে ভিড় জমে ওঠে। সেই ভিড়ে সামাল দিতে এবং যাতে কোন দূর্ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত ছিলো পুলিশ প্রশাসন সহ স্থানীয় নেতৃত্বরা। এদিন পিতৃতর্পণ করতে আসা মানুষদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ডায়মন্ড হারবার বিধানসভার হুগলি নদীর ডায়মন্ড হারবার সমস্ত নদী ঘাট ঘুরে দেখেন ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস,ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,টাউন সভাপতি সৌমেন তরফদার টাউন যুব সভাপতি পুশ্পেন্দু মন্ডল,শিক্ষক নেতা মইদুল ইসলাম,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,পঞ্চায়েত প্রধান মইদুল ইসলাম, অরিন্দম ঘোষ সহ স্থানীয় নেতৃত্বরা। সেই সঙ্গে তিনি বিভিন্ন স্নান ঘাট ঘুরে দেখার পর ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সামিম আহমেদ জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার সমস্ত নদী ঘাট গুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে। পাশাপাশি পিতৃ পক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনা হুগলি নদীতে আগত হাজারো মানুষের ডুব দিতে আসা প্রত্যেকের জন্য জল ছত্রের ব্যবস্থা করেন। দেখা যায় ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূলের দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ নিজ হাতে তাদেরকে পরিবেশন করতে। এমন দৃশ্য দেখে আগত সাধারণ মানুষ ধন্যবাদ জানান।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )