“আনন্দধারা বহিছে ভুবনে”

শুভা রায় (কলকাতা)

অমৃতলোক থেকে আনন্দময়ী
রওনা দিলেন মর্তে,
বর্ষণগীত থামিয়েছে ছন্দ
চুপচাপ বিনা শর্তে!

অম্বর জুড়ে পেঁজাতুলো মেঘ
স্বমহিমায় বিরাজিত আজ,
মা আসছেন বছর পরে,
অঙ্গে দশভূজার সাজ!

আলোর রোশনাই ঢেকেছে আঁধার
আসছে ঢাকের বাদ্যি কানে,
ঘরে ঘরে সাজো সাজো রব
প্রফুল্লতা আপামর বাঙালির প্রাণে !!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )